LYRIC
Comments
Translated Version
যখন আমি অনেক দূরে থাকবো না এই মাটির ঘরেতখন কি আর পড়বে মনে আগের মতন করে,
আমায় আগের মতন করে ?
আমার প্রাণের পরশ পেয়ে বেজেছিল যে গান
ধুলো জমা তানপুরাটাও ধরেছিল সেই তান
আমি, কথার গোলাপ ফুটিয়েছিলাম
তোমাদের এই জল্ সারে।
তোমাদের এই ভালবাসা আমার গানের পুরস্কার
যাবার আগে জানিয়ে গেলাম আমার প্রীতি, নমস্কার
আমায়, যা’ দিয়েছো তাই নিয়েছি
রেখেছি এই হৃদয় ভ’রে।।
No comments yet