LYRIC
Comments
Translated Version
যদি কোনদিন ঝরা বকুলের গন্ধে হও তুমি আনমনা,জেনো ওগো গরবিনী, সে নহে সুরভি,
সে যেন গো এই মিলন তিথির কামনা।।
রাত জাগা এক পাখি
হয়তো সেদিন হারানো সাথীরে কাঁদিয়া ফিরিবে ডাকি
সে নহে কূজন, সে যেন গো এই মিলন তিথির কামনা।।
উতলা মাধবী রাতে স্মৃতি যদি ব্যথা আনে
(তুমি) কেঁদো না গো অভিমানে।
যদি কোন অবসরে
কিছু ব্যথা আর কিছু গান নিয়ে বাতাস বিলাপ করে
সে নহে রোদন, সে যেন গো এই মিলন তিথির কামনা।
No comments yet