LYRIC
Comments
Translated Version
যমুনা পুলিনে কদম্ব কাননেকি হেরিনু সখী আজ!
শ্যাম বংশীধারী মণিমঞ্চোপরি
লীলা করে রসরাজ।
কৃষ্ণকেলিসুধা প্রস্রবণ।
অষ্টদলপরি শ্রীরাধা শ্রীহরি
অষ্ট সখী পরিজন।
তারা সুগীত নর্তনে সব সখীগণে
তুষিছে যুগল ধনে,
কৃষ্ণলীলা হেরি প্রকৃতি সুন্দরী
বিস্তারিছে শোভা বনে।
আমি ঘরে না যাইব বনে প্রবেশিব
ও লীলা রসের তরে,
ত্যাজি কুললাজ ভজ ব্রজরাজ
বিনোদ মিনতি করে।
No comments yet