LYRIC
Comments
Translated Version
যেতে চাই আমি ওই নিরালায়যেখানে গাংচিল উড়ে যায়
মন ছুটে যায় দুরে কোথায়
যেখানে মনে হয় যেনো সব ছবি
হৃদয়ে জন্ম নেয় নতুন এক কবি
যেখানে পাহাড়ে ঝরণার সুর বাজে
সাগরে চাদ এসে চুমু দেয় লাজে (২)
যেতে চাই আমি ওই দুরে
মন মেতে ওঠে সেই সুরে (২)
যেখানে মনে হয় যেনো সব ছবি
হৃদয়ে জন্ম নেয় নতুন এক কবি
যেখানে রংধনু রঙ্গে রঙ্গে ছবি আকে
সুর্য হারায় যেথায় মেঘের ও ফাকে(২)
রংধনু রং ছবি হয়ে
চেনা সুরে মন ওঠে গেয়ে
যেখানে মনে হয় যেনো সব ছবি
হৃদয়ে জন্ম নেয় নতুন এক কবি
No comments yet