LYRIC
Comments
Translated Version
টিভি খুলে মাদারফাকার কয়টা খুনের সংবাদএক সেকেন্ডে সংসদেতে কত টাকা বরবাদ
তোমার আমার বাচ্চা মরে, কে মারে কে ধরে
কে হয় বোকাচোদা বাংলার ঘরে ঘরে
ঘরে ঘরে নড়ে চড়ে রিমোট কন্ট্রোল কমে, বাড়ে
কি খেলা ধুলা করে পুলিশে র্র্যাবে চোরে
গাঞ্জাখোরে একরাশ ধুয়া ছাড়ে ঘুরে ফিরে
রাস্তায় নাটক সিনেমা সিন পাটের ভীরে
রাজা আসে রাজা যায়-
বোকাচোদা বোকাচোদাই রয়
রাজা আসে রাজা যায়-
বোকাচোদা বোকাচোদাই রয়
রাজা আসে রাজা যায় বৌদ্ধ গেলে হিন্দু
হিন্দু গেলে মুসলমান তারপরে শ্যাষ সিন্ধু
রাজা ঠিকই রাজা হয়, গোলাম গোলামই রয়
বোকাচোদার তালিকায় তুমি আমি কিন্তু
ফেসবুকে বিপ্লব পোস্ট কর বাছা
চোখ বুজে খালি দ্যাখো নায়িকার পাছা
নায়িকা তো বিলবোর্ডে বাড়ি গাড়ি কেনে
তোমার তো দিন যায় বাল গুনে গুনে
রাজা আসে রাজা যায়
বোকাচোদা বোকাচোদাই রয়
রাজা আসে রাজা যায়-
বোকাচোদা বোকাচোদাই রয়
না বাঙাল না ঘটি না বাঙাল না ঘটি
স্কুল পালিয়ে ঠিকই পড়ে বাঙলা চটি
দুনিয়া দুনিয়া ভরা পার্টিশান
নেতা হওয়া খুব সোজা চুষে দিলে ধোন
ঘটে যদি থাকে কিছু শোন এই র্যাপ
না যদি থাকে তোমার মেন্টাল গ্যাপ
১৮ + সেতো ফেক এক টার্ম
দুধের শিশুও জানে জলের কি দাম
রাজা আসে রাজা যায়
জল নাই ক্যান পদ্মায় মেঘনায়
রাজা আসে রাজা যায়
কাঁটাতারে তোমার আমার লাশ লটকায়
তেল গ্যাস নয়- একবার দ্যাখো এ হৃদয়
গ্রন্থে জানেনা এ হৃদয়ে কি কয়
সংবিধান জানেনা এ হৃদয়ে কি কয়
চুক্তিরা জানেনা এ হৃদয়ে কি কয়
যুক্তিরা জানেনা এ হৃদয়ে কি কয়
হৃদয়ের দাম কি আর মানচিত্রে রয়?
রাজা আসে রাজা যায়
আঙ্গুল ভরে তোমার আমার গোয়ায়
রাজা আসে রাজা যায়
কাঁটাতারে তোমার আমার লাশ লটকায়
রাজা আসে রাজা যায়-
বোকাচোদা বোকাচোদাই রয়
No comments yet