LYRIC
Comments
Translated Version
ললিত লবঙ্গলতা দোলে মলয়সমীরে,এলনা কৃষ্ণ কেন কোকিল কূজিত কুঞ্জ-কুটীরে?
নাচিছে কলাপ সরস বসন্তে
চুমিছে ধরণী আকাশে দিগন্তে
মদন দহিছে বিরহিণীরে।
অঙ্গের মৃগমদ সৌরভ,
কাঁদিছে হয়ে হত গৌরব।
ভাসিছে নয়নে নয়নানন্দ
চন্দনে চর্চিত পিয়া মুখ চন্দ
আসেনা শ্রবণে মধুমুরলীরে।
No comments yet