LYRIC
Comments
Translated Version
শোন ওরে ছোট্ট খোকাশোন তোর পাপার কথা
দুখ যদি আসে কভু জীবনে
হাসি দিয়ে তারে ডেকে দিস।।
আমি তোর পিতা বন্ধু ও ভাই
তোর চেয়ে প্রিয় আর কেহ নাই
আমি তোর সঙ্গী খেলার সাথী
আমি তোর জীবনের আশা ভরসা
ছোট এই সংসার পিতা আর পুত্রের
আমি তোর তুই আমার আয়
আয়রে বুকে আয়।।
কোন দিন যদি আমি মরে যাই
ভয় নাই ওরে কোন ভয় নাই
তিনি বড় বন্ধু সুখে ও দুখে
তার চেয়ে বড় কোন বন্ধু যে নাই
তিনি যে বিধাতা সৃষ্টির স্রষ্টা
নিরাশার ভরষা নাই,
নাইরে ভয় নাই।।
কি ভেবেছি আর কি হয়েছে
এই মন কান্নায় ভরে গিয়েছে
ছোট এই উপহার নে নিয়ে নে
তোর এই পাপার অভাগা হাতে
এই তোর সঙ্গী জীবনের বন্ধু
এই তোর সাহারা আয়,
আয়রে কাছে আয়
শোন ওরে লক্ষী পাপা
শোন তোর খোকার কথা
দুখ যদি আসে কভু জীবনে
হাসি দিয়ে তারে ডেকে দিস।।
No comments yet