LYRIC
Comments
Translated Version
দু’চোঁখের নাম আমি শ্রাবণ দিলামবুকের নাম দিলাম কষ্ট
জীবন ঘিরে আমার বর্ষার আনাগোনা
কখনো আসেনি বসন্ত।।
এই যে দুটি হাত
কত দিন কত রাত
ছুয়ে গেছে আগুনের বৃষ্টি
ছোয় নি তো কারো মন
জানি না সে কী কারণ
হলো না তো কোন কিছু সৃষ্টি
এক বেদনার নীল সমুদ্র পাড়ি দিয়ে
আজ আমি বড় বেশি ক্লান্ত ।।
দু’চোঁখের নাম আমি শ্রাবণ দিলাম
বুকের নাম দিলাম কষ্ট
এই যে পোড়া মন
কেঁদে মরে সারাক্ষন
দেখলো না কেউ এসে কোনদিন
এই বুক এই মুখ
জানলো না কী যে সুখ
মরুভূমি রয়ে গেল চিরদিন ।।
এই মরুময় বুকে তৃষ্ণার জল খোঁজে
আজ আমি বড় বেশি ক্লান্ত ।।
দু’চোঁখের নাম আমি শ্রাবণ দিলাম
বুকের নাম দিলাম কষ্ট
জীবন ঘিরে আমার বর্ষার আনাগোনা
কখনো আসেনি বসন্ত।।
জীবন ঘিরে আমার বর্ষার আনাগোনা
কখনো আসেনি বসন্ত।।
দু’চোঁখের নাম আমি শ্রাবণ দিলাম
বুকের নাম দিলাম কষ্ট
No comments yet