LYRIC
Comments
Translated Version
উ আ আ আ আ আআ আ আ আ
সংগীতে আজ আমরা দু’জন
এক হয়ে যে রই
তুমি বাঁশি আমি বীণা হয়ে
সুরে সুরে কথা কই।।
আ আ আ আ আ
গানই আমার প্রাণ যে গো তাই
গানকে ভালোবাসি
মনের খেয়াল পাল উড়িয়ে
গানের স্রোতে ভাসি
কূল না পেলাম অকূল গাঙে
অনেক সুখী হই
তুমি বাঁশি আমি বীণা হয়ে
সুরে সুরে কথা কই।।
আ আ ও ও ও
আকাশ বলে আলো দিলাম
ফুলেরা মুখ মালা
অনেক দিনের অনেক আশা
পূর্ণ যে আজ হল-
স্বপ্ন যখন দেখছি জেগে
চোখে কেনগো ওই
তুমি বাঁশি আমি বীনা হয়ে
সুরে সুরে কথা কই।।
আ আ আ আ আ আ
গান যে আমার গান ছিলনা
তুমি আসার আগে
আমায় পাওয়ার পরে এ গান
গান হল কত রাগে
বল এবার আমি কি তোমার
মনের মত নই
তুমি বাঁশি আমি বীনা হয়ে
সুরে সুরে কথা কই।।
No comments yet