LYRIC
Comments
Translated Version
তুমি আমারছায়া ঢাকা পাখি
ডানা গ্রাম
তুমি আমার
থানা সদর
ছোট্ট জেলা শহর
তুমি আমার
রাজধানী
প্রিয় স্বদেশ
তুমি আমার, তুমি তাহার, সবার বাংলাদেশ
দুঃখ এলে তুমি খোলো সকল সুখের ঝাপি
উষ্ণতা দাও যখন আমি ভীষন শীতে কাপি
তোমার কাছে সব ফিরে পাই হই যদি নিঃশেষ
তুমি আমার, তুমি তাহার, সবার বাংলাদেশ
তোমার কাছে জমা আছে অনেক ক্ষমতা
কাঁদাও হাসাও যা-ই করো তোমার মমতা
আমি মাথা পেতে নেই মেনে তোমারই নির্দেশ
তুমি আমার, তুমি তাহার ,সবার বাংলাদেশ
তোমায় নিয়ে যখনি কেউ ছিনিমিনি খেলে
তখন বুকের প্রতিবাদী পাখী বিদ্রোহী ডানা মেলে
উড়ে গিয়ে গুড়িয়ে দেয়, খেলোয়াড় আর খেলা
তোমার যে কোনো প্রয়োজনে তৈরী সারাবেলা
No comments yet