LYRIC
Comments
Translated Version
আঙ্গুলের ভাজে সিগারেট জ্বলে পুড়ে যায়দু’ঠোটের সাথে তার হয় না মিলন
কিছুক্ষণ পরেই অভিমানী ছাই ঝরে পরে যায়
স্মৃতির পাতায় বাধা অগোছালো এ মন
আমার এ মন
নিশ্চুপ এই রাত কাটে একাকী কাটে একাকী
দু’চোখের কোল বেয়ে নেমে আসে জল
নিঃস্ব এ মন জুড়ে স্মৃতির প্রলয়
যেনো এক টর্নেডো হেনেছে ছোবল
বাধভাঙ্গা কষ্টরা করছে আঘাত
এই বুকে তোল্ পাড় নদীর ও ভাঙ্গন
ভাংছে মন
ক্লান্ত এই মন বড় অসহায় বড় অসহায়
আজ আর ফিরবার নেই কোনো পথ
সঙ্গীবিহীন একা বিরহী প্রহর
উপহার দিয়ে সে ভেঙ্গেছে শপথ
নীড়হারা স্বপ্নরা নীরবে কাদে
এইভাবে কেটে যাবে আমার এ জীবন
আমার এ জীবন
No comments yet