LYRIC
Comments
Translated Version
এই সুন্দর ধরনী জুড়েআসে কত কি নতুন সুরে
আসে অবাক মনের দুয়ারে
কত মধুময় সুন্দর ছন্দ
জীবনতো পাহাড়টা ঘিরে
সাজানো আছে ভরে ভরে
কত হৃদয় ছোয়ানো মেলা
আর পাগল করা সেই খেলা
আমি জেনেছি ওই পাহাড়ে
কোনো বিরহ আসতে পারেনা
আমি জেনেছি ওই পাহাড়ে
কোনো কলঙ্ক থাকতে পারেনা
আমি জেনেছি ওই পাহাড়ে
কোনো কলঙ্ক থাকতে পারেনা
No comments yet