LYRIC
Comments
Translated Version
আঁকাবাঁকা মেঠো পথ ধরেহেলে দুলে যায় কলসি কাখে
পলি জমা তার পাললিক মন
টোলপড়া গাল ভিরু দুনয়ন
হারাগাছের নুরজাহান গাঙের জলে করে সেনান
আঁকাবাঁকা মেঠো পথ ধরে
হেলে দুলে যায় কলসি কাখে
পলি জমা তার পাললিক মন
টোলপড়া গাল ভিরু দুনয়ন
হারাগাছের নুরজাহান গাঙের জলে করে সেনান
রাখালি বাসির সুরে উদাসী দুপুরে
মায়ের দুলালী মেয়ে নকশী কাথায় বোনে
বুনে চলে…
প্রেমের কাব্য লেখে সূচ সুতায়
রোজ রাতে বধূ সাঝে রাখালি বাসির সুরে
বাসির সুরে…
হারাগাছের নুরজাহান…
এলোকেশে সারাগাঁও ছোটাছুটি করে
দুনিয়া দেখে রুপ নয়ন ভরে
নয়ন ভরে…
লজ্জার আড়ালে সে শরির লুকায়
আঁচলের যৌবন উঠানে শুঁকায়
উঠানে শুঁকায়…
আঁকাবাঁকা মেঠো পথ ধরে
হেলে দুলে যায় কলসি কাখে
পলি জমা তার পাললিক মন
টোলপড়া গাল ভিরু দুনয়ন
হারাগাছের নুরজাহান গাঙের জলে করে সেনান
হারাগাছের নুরজাহান গাঙের জলে করে সেনান
হারাগাছের নুরজাহান গাঙের জলে করে সেনান…
হারাগাছের নুরজাহান…
হারাগাছের নুরজাহান গাঙের জলে করে সেনান
No comments yet