LYRIC
Comments
Translated Version
কেন মেঘ তবু নীল সমস্ত আকাশকেন ব্যাথার ভেতর নেয় কোন দীর্ঘশ্বাস
কেন হলদে হয়না হৃদয় পাথর চাপা ঘাসে
আর অন্ধকারেও সে শিশুর মত হাসে
জানি তুমি আছ (৩)
কেন মেঘ তবু নীল সমস্ত আকাশ
কেন ব্যাথার ভেতর নেয় কোন দীর্ঘশ্বাস
জানি তুমি আছ (২)
জানি তুমি আছ সংশয়ে অভিমানী দুপুরে
জানি তুমি আছ বিদ্যুৎহীন জ্যোৎস্না আলোর নুপুরে
জানি তুমি আছ হোঁচট খেয়েও ধুলো ঝেড়ে উঠে দাঁড়ায়
জানি তুমি আছ শত অন্যায়ে নিলজ্জ হাতটা বাড়াও
জানি তুমি আছ (২)
জানি তুমি আছ অস্তিত্বে আলো এবং ছায়ায়
জানি তুমি আছ প্রত্যক্ষ প্রমানের মুক্ত মালায়
জানি তুমি আছ কেয়া পাতায় নৌকা বাঁধা ঘাটে
জানি তুমি আছ নবান্নে মটরশুঁটি মাঠে
জানি তুমি আছ (২)
কেন মেঘ তবু নীল সমস্ত আকাশ
কেন ব্যাথার ভেতর নেয় কোন দীর্ঘশ্বাস
কেন হলদে হয়না হৃদয় পাথর চাপা ঘাসে
আর অন্ধকারেও সে শিশুর মত হাসে
জানি তুমি আছ (২)
No comments yet