web analytics

LYRIC

o akash bolo amay
priyar cokhe eto nil
kotha theke elo

o batas tumi bolo
tar mone eto fhagun
kotha theke pelo

sagor bolo too kivabe
govir holo duti cokh tar

pahar bolo to jhorna
bolo se kade
se’e kanna kotha pay

o batas bole dao
o batas bole dao

dheuyer moto se achre pore mone
pakhi hoye bosonto deke ane
shishirer moto se joriye thake paye
emon nibir prem kotha se pelo
sagor bolo too……..bole dao

agunr moto eto nirdidhay janalay amay
bidhtar moto se om shanti diye palay
upomaar moto tumi harao khone khone
sob kobitay heyre’e je gelo
sagor bolo to ……. bole dao

Comments

comments

Translated Version

ও আকাশ,
বলো আমার প্রিয়ার চোখে...
এতো নীল কোথা থেকে এলো?
ও বাতাস তুমি বলো......
তার মন এ ফাগুন...কোথা থেকে পেলো ?
সাগর বলো তো কিভাবে....গভীর হল দুটি চোখ তার
পাহাড় বলো তো ঝর্নার মত সে কাঁদে
সেই কান্না কোথাকার?
ও আকাশ বলে দাও
ও বাতাস বলে দাও ।।
ঢেউয়ের মত সে আছড়ে পরে মনে,
পাখী হয়ে গান গেয়ে বসন্ত ডেকে আনে।
শিশিরের মত সে জড়িয়ে থাকে পায়ে,
এমন নিবিঢ় প্রেম কোথায় সে পেলো?
সাগর বলো তো কিভাবে....গভীর হল দুটি চোখ তার
পাহাড় বলো তো ঝর্নার মত সে কাঁদে
সেই কান্না কোথাকার?
আগুনের মত এত নির্ধিদায় জ্বালায় আমায়,
বিধাতার মত সে ওম শান্তি দিয়ে পালায়।
উপমার মতো তুমি হারাও ক্ষনে ক্ষনে,
সব কবিতাই হেরেই যে গেল।
সাগর বলো তো কিভাবে....
গভীর হল দুটি চোখ তার
পাহাড় বলো তো ঝর্নার মত সে কাঁদে
সেই কান্না কোথাকার?
ও আকাশ বলে দাও
ও বাতাস বলে দাও ।।

Added by

mafiaguru

SHARE

WRITE A COMMENT

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT