web analytics

LYRIC

Suvro rongin, akash-er din, tomay shai jonotar golpo shonay

Olosh dupur, klanto nupur, shopno dekhay, taray taray

Shopno dekhi sobuj nishan, tomay nea jolsha dekha

Loray jemon, jhorer rate, here galao bachte shakhay

Suvro rongin, akash-er din, tomay golpo shonay shai jonotar

Loray shekhay, tomay amay, come �on baby light my fire.

Tomay dekhe kath beraly, lage ucheye, ador chay

Godhuly nache, ranga alloy, bachar neshay, mukty pay

Muktir-o din, rongin rongin, mele pakha, jege thaka

Agun-o rongin, rokter rin, tomay nea, bachte sekha

Shuvro rongin��

Comments

comments

Translated Version

শুভ্র রঙ্গীন,
আকাশের দিন,
তোমায় সেই জনতার গল্প শোনায়।

অলস দুপুর
ক্লান্ত নুপুর,
স্বপ্ন দেখায় তারায় তারায় ।।

স্বপ্ন দেখি
সবুজ নিশান
তোমায় নিয়ে জলসা দেখা।
লড়াই যেমন
ঝড়ের রাতে
হেরে গেলেও বাঁচতে শেখা।

শুভ্র রঙ্গীন,
আকাশের দিন,
তোমায় গল্প শোনায় সেই জনতার।
লড়াই শেখায়
তোমায় আমায়,
"come on baby light my fire"

তোমায় দেখে
কাঠবেড়ালী,
লেজ উঁচিয়ে আদর চায়।
গোধূলী নাচে
রাঙ্গা আলোয়
বাঁচার নেশায়, মুক্তি পায়।।
মুক্তির দিন,
রঙ্গিন রঙ্গিন
মেলে পাখা, জেগে থাকা
আগুন রঙ্গিন
রক্তের দিন
তোমায় নিয়ে বাঁচতে শেখা।
শুভ্র রঙ্গীন,
আকাশের দিন,
তোমায় গল্প শোনায় সেই জনতার।
লড়াই শেখায়,
তোমায় আমায়


Added by

mafiaguru

SHARE

WRITE A COMMENT

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT