LYRIC
Comments
Translated Version
ও বন্ধু, এই বকুলঝরা শ্রাবণ রাতে বলব ভাবি কারেযে কথাটি চোখের জলে ভাসে বারে বার।।
হয় না বলা যায় যে রাতি প্রহর গুণে গুণে
প্রভাত হল এমনি করেই আশারই জাল বুনে
যাবার বেলায় বলব বলো সেই কথাটি কারে?
অনেক দিনের স্বপ্ন অনেক অশ্রু হয়ে ঝরে
জানি কি সে শুধু ওগো সে যে তারই তরে।
অস্তরবির স্বর্ণলেখায় রয় যে কথা লেখা
সাঁঝের আঁধার নামলে পরে রয় কি গো তার রেখা?
রাতের নিঝুম লগ্ন এলে হারায় অস্তপারে।।
No comments yet