LYRIC
Comments
Translated Version
আম গাছে ঢেলা মারে কিডারেআমি আসি যদি আমডা তোরে খাওয়ায় দিবানে ভালো করে।।
কার ছাওয়াল তুই? কোন পাড়ায় বাড়ি?
কি তো্র বাবার নাম? ওরে কি তোর বাবার নাম?
কচি আমে ঢেলা মাত্তিছিস খা্য়ে পাসনে কাম?
হেই খা্য়ে নেই তোর কাম?
কানে কতা যাচ্ছে না তোর ঢেলা্ মারা তালেই থাকিস রে,,,,,,,,,,,,,,
আম গাছে ঢেলা মারে কিডারে
আমি আসি যদি আমডা তোরে খাওয়ায় দিবানে ভালো করে।।
ঢেলা মারা বাদ দিয়ে ইবার গাছে উঠতি লাগলি যে ।।
দুপুর বেলায় এ কোন বান্দরের পাল্লাই পড়লাম রে, ।।
লাটি নিয়ে আসতিছি দাড়া, দেখাই দিচ্ছি মজা।
আম গাছে ঢেলা মারে কিডারে
আমি আসি যদি আমডা তোরে খাওয়ায় দিবানে ভালো করে।।
দোড়োচ্ছি কেন খায়ে যা আম থাওয়ায় দিই তোরে
দাড়া আমডা থাওয়ায় দিই তোরে
গাছ লাগায়ে খাতি পারিসনে খাস পরের তা-রে
খাস পরের তা-রে
বাড়ি যায়ে গাছ লাগায়ে খাস ভালো করে
ওরে খাস ভালো করে।
No comments yet