LYRIC
Comments
Translated Version
এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম, চললাম।।বেশ কিছু সময় তো থাকলাম্, ডাকলাম, মন রাখলাম
দেখলাম দু’টি চোখে বৃষ্টি, বৃষ্টি ভেজা দৃষ্টি
মনে কর আমি এক মৃত কোনো জোনাকী
সারারাত আলো দিয়ে জ্বললাম।।
এখানেই সব কিছু শেষ নয় বেশ নয় যদি মনে হয়
লিখে নিও গল্পের শেষটা, থাক্ না তবু রেশটা
দেখো না গো চেয়ে তুমি আনমনা চরণে
কোন্ ফুল ভুল করে দললাম।।
No comments yet