LYRIC
Comments
Translated Version
ও ময়নারে এই গয়নারে আর সয়নারেসজন আমার কদিন ধরে কথা কয়না রে
ও ময়না ময়নারে, ময়না, ময়নারে।।
অভিমানে দু’টি চোখে বিজুরী চমকায়,
সে কেন না বরষায় কে জানে হায়,
কেন কি কারণে তার মনেতে মেঘেরি ভার
আলো হয় না রে।।
তার কাছে যেতে পথে চরণ থমকায়,
আমি চলি কি ভরসায়
সে যদি আর
বুঝেও না বুঝে হায়, আমাকে কাঁদাতে চায়,
কাছে রয় না রে।।
No comments yet