LYRIC
Comments
Translated Version
মাওলা ইয়া সাল্লি ওয়াসল্লিমদা ইমান আবাদা
আলা হাবিবিকা
খাইরিন খালক্বি কুল্লিহীমি
মা আমেনার কোলজুড়ে
তুমি এলে ভবে
তুমি এলে বলে
শিরিন সুরে উঠলো সবে গেয়ে
মারহাবান ইয়া হাবিবে খোদা মোস্তফা
তুহি সারে কায়েনাতমে
খুবি খুবসুরত জালওয়া
ইয়াতিমওকা ওয়ালি হে তো
তোহি গোলামওকা মাওলা
তো কারিমুস সাজায়া নাবীউল ওরা
তোমারই আলোর ছোয়ায়
নিভে গেলো সব অন্ধকার
যেখানে ছিলো লাত মানাত
সেখানে হলো আলোর মিনার
মারহাবান ইয়া হাবিবে খোদা মোস্তফা
ইয়া রাব্বি বিল মোস্তফা
বাল্লিগ মাক্বাসিদানা
ওয়াগফিরলানা মা মাজাইয়া
ওয়াছিয়াল কারামিন।
Siddiqur Rahman
December 29, 2018 at 9:33 pm
এই গজলের শিল্পীর নাম কি