LYRIC
Comments
Translated Version
কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়েতুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার
সে স্মৃতি দু’চোখ বেয়ে অশ্রু হয়ে অঝোর ঝরে।।
যে কথা বলব তোমায় ছিল আশা
সে কথা বলতে কেন পাই নি ভাষা
সে যেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে।।
কত যে তোমায় বেসেছিলাম ভালো
সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো ?
এ হৃদয় যখন আমার মুখর হল
সে কেন কাছে এসে হারিয়ে গেল
সে স্মৃতি ধূপের মতো অবিরত আকুল করে।।
Subrata Kumar
January 10, 2021 at 4:55 am
মনের কথা মিষ্টি সুরে হৃদয় কেড়ে নেয় ।
Subrata Sarkar
January 10, 2021 at 4:56 am
মনের কথা মিষ্টি সুরে হৃদয় কেড়ে নেয় ।
Subrata Kumar
January 10, 2021 at 4:57 am
মনের কথা মিষ্টি সুরে ।