LYRIC
Comments
Translated Version
কোনো কথা না বলে গান গাওয়ার ছলেএই যে সুরের সাথী জুটলো তাতে ক্ষতি কী হলো?
বিনা আমন্ত্রণে আজ চোখের কোণে
ওই যে অবুঝ হাসি ফুটলো তাতে ক্ষতি কী হলো?
আকাশে যে মেঘ ছিল এতো দিন
সে কেন আজ হলো স্বপ্ন রঙিন
আজ তারই বুকে কোন মধুর সুখে
সাতরঙা রামধনু উঠলো তাতে ক্ষতি কী হলো?
এতো বাঁধন নিল নয়ন দেখে যায় তবু যদি স্বপ্ন
তাতে দোষী কে বলো?
কেউ কি জানে কোন সে দিনে আসবে কখন শুভলগ্ন?
হার মেনে যদি মেলে রত্ন মালা
জয় করে চাইনা এ-কাঁটার জ্বালা
কিছু পাওয়ার আগে মধু অনুরাগে
এই যে মানের বাধা টুটলো তাতে ক্ষতি কী হলো?
No comments yet