LYRIC
Comments
Translated Version
ঘুম ঘুম রাত ঝিকিমিকি তারা এই মাধবী রাতআসেনি তো বুঝি আর জীবনে আমার।
ঐ চাঁদের তিথিতে বরণ করি এই মধুর তিথিরে স্মরণ করি
ওগো মায়া ভরা রাত ( আর ) ওগো মায়াবিনী চাঁদ।।
বাতাসের সুরে শুনেছি বাঁশী তার
সব কথা গান সুরে সুরে রূপকথা হয়ে যায়
ফুল ঋতু আজ এলো বুঝি মোর জীবনের ফুলছায়
কোথায় সে কতদূর জানিনা ভেসে যায় মনে মনে যেন স্বপ্নের দেশে যাই
আজ তাই কি জীবনের বাসর গড়ি, এই চাঁদের তিথিরে বরণ করি।
No comments yet