LYRIC
রাতকে বলি চোখ বুজে তুই থাক
যে আসে যায় চমকে সে না যাক
রাতকে বলি রাতে আসে কে
সাবধানী চোখ রাতকে বলি যে
অনেক দিনের অনেক পরিচয়ে
আধফোঁটা ঘুম আধেক জাগা নিয়ে
চোখ খুলে দেখি কেউ নেই, কেউ নেই ।
ধরতে গিয়ে হেরে গেছি
দেখতে গিয়ে থেমে গেছি
হাত বাড়ালে নেই কেউ নেই, একা নিজে ।
লোকে বলে স্বপ্নকে জোছনা বিহার
জোছনা কণা রাত্রি উজার
আমি বলি এ বেলা চন্দ্র বিহার
স্বপ্নে ছুরি চোখে আঁধার ।
আয় রাত আয় রাতের মত রাত
জোছনা জোছনার মত হাত
সাত-পাঁচ ভেবে কে কবে এখানে আসে ।
No comments yet