LYRIC
Comments
Translated Version
তুমি তুমি করে কাঁদে আমার এই মন,যদি আসো ফিরে প্রহর গুনি সারাক্ষণ,
তবু তুমি আসো না, কেনো ভালোবাসো না,
সান্ত্বনা কে দেবে এখন;
পুড়ে যায় যায় যায়, এই মন জ্বলে যায়
তুমি এসে দাও নিভিয়ে,,,,
স্বপ্নচারিনী হয়ে এসেছিলে স্বপ্নভূবনে,
সূর্য ডোবার’ই মতো ডুবে গেলে তুমি খুব গোপনে,
হৃদয়ে ভাসোনা, কেনো ভালোবাসো না,
সান্ত্বনা কে দেবে এখন;
পুড়ে যায় যায় যায়, এই মন জ্বলে যায়
তুমি এসে দাও নিভিয়ে,,,,
সুখ’তো মরীচিকা
পেলাম না তাইতো সুখের দেখা,
তারা ভরা আকাশে
চাঁদেরই মতো আমি হলাম একা,
পাশেতে বসোনা কেনো ভালোবাসো না,
সান্ত্বনা কে দেবে এখন;
পুড়ে যায় যায় যায়, এই মন জ্বলে যায়
তুমি এসে দাও নিভিয়ে,,,,
তুমি তুমি করে কাঁদে আমার এই মন,
যদি আসো ফিরে প্রহর গুনি সারাক্ষণ,
তবু তুমি আসো না, কেনো ভালোবাসো না,
সান্ত্বনা কে দেবে এখন;
পুড়ে যায় যায় যায়, এই মন জ্বলে যায়
তুমি এসে দাও নিভিয়ে,,,,
No comments yet