LYRIC
Comments
Translated Version
তুমি যদি নদী হওআমি হব জেগে থাকা চর
তুমি যদি গতি হও
আমি হব অনন্ত পথ
তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
তুমি যদি গতি হও
আমি হব অনন্ত পথ
আমার চাতক চোখে তুমি হবে দূরের আকাশ।।
তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
তুমি লাজ রাঙ্গা গোধূলী হলে
আমি হব সন্ধ্যা কবি
আবীর রং এ রাখবো তুলে
তোমার লাজুক হাসি
তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
যদি তুমি সাগর নুড়ি হও
আমি হব ঝিনুক সৈকত
যদি তুমি রাতের আঁধার হও
আমি হব প্রভাত পাঞ্জেরী
তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
তুমি যদি গতি হও
আমি হব অনন্ত পথ
তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
তুমি যদি গতি হও
আমি হব অনন্ত পথ
আমার চাতক চোখে তুমি হবে দূরের আকাশ।।
তুমি যদি নদী হও আমি হব জেগে থাকা চর।।।।।।।।
No comments yet