LYRIC
Comments
Translated Version
তোমার দেওয়া অঙ্গুরীয় খুলতে পারি নিতোমার ছবি স্মৃতি থেকে তুলতে পারি নি।।
কোন্ রাতের পাখির গানে
সূর্যহারা দিনান্তে যে খোঁজে আলোর মানে
তেমন করে বেদন আমি ভুলতে পারি নি।।
রাতের গোলাপ ফুটিয়েছিলাম অনেক সোহাগে,
কত যে রাত কেটে গেছে সকরুণ রাগে।
কোন্ কাজল আঁখির টানে
অন্তহারা আঁধার নিয়ে ফিরি ঘরের পানে
আপন ঘরে প্রদীপটুকু জ্বালতে পারি নি।।

Anonymous
January 23, 2026 at 3:28 pm
A wonderful song