LYRIC
Comments
Translated Version
তোমার সমাধি ফুলে ফুলে ঢাকাকে বলে আজ তুমি নাই
তুমি আছ মন বলে তাই।
তোমারই অমন নাম জয় গৌরবে,
স্মরণে যে চিরদিন জানি লেখা রবে,
মরণে হারাতে তোমারে যেন পাই।।
তোমার জীবন যেন কাহিনীর মত,
হে বিজয়ী বীর ছিল জয় তব ব্রত।
ধূপেরই মত যেন মরণে সুখে,
মার জীবন তুমি দিলে হাসি মুখে
এ কথা কখনো যেন না ভুলে যাই ।।
Abu Syed
May 26, 2021 at 6:33 pm
লিরিকে বেশ কিছু ভুল রয়েছে:
কারেকশন:
তোমারই অমর নাম জয় গৌরবে,
স্মরণে যে চিরদিন জানি লেখা রবে,
মরণে হারায়ে তোমারে খুঁজে পাই।।
ধূপেরই মত যেন মরণের সুখে,
তোমার জীবন তুমি দিলে হাসি মুখে
এ কথা কখনো যেন না ভুলে যাই ।।