LYRIC
Comments
Translated Version
পলাতক চাঁদ এই রাতেফেলেছে আলো দেবদারু বীথিতে
তুমি এসেছো বলে ভালবাসার
গান শোনাতে
পলাতক চাঁদ এই রাতে
ফেলেছে আলো দেবদারু বীথিতে
তুমি এসেছো বলে ভালবাসার
গান শোনাতে
রূপালী জল পায়রা নদীকে সাজালো
আকাশের ভালবাসা তুমি এসেছো জীবন সাজাতে
এই মগ্ন স্বপ্ন ছায়ায় মন রাঙাতে
মায়াবী নীল প্রহর কেটেযে গেল সুখেরই গানে গানে
নির্ঘুম দুচোখে দেখবো প্রভাত আজ বহুদিন পরে দুজনে মন রাঙাতে
পলাতক চাঁদ এই রাতে
ফেলেছে আলো দেবদারু বীথিতে
তুমি এসেছো বলে ভালবাসার
গান শোনাতে
পলাতক চাঁদ এই রাতে
ফেলেছে আলো দেবদারু বীথিতে
তুমি এসেছো বলে ভালবাসার
গান শোনাতে
No comments yet