LYRIC
Comments
Translated Version
হারানোর বেদনা তুমি তো জানো না,জানো না তুমি;
ফিরে আর এলে না, ভুলতেও পারিনা,
পারিনাই আমি;
মনে পড়ে বারে বার শুধু স্মৃতি তোমার,
চোখ জুড়ে আসে কান্না;
মনে কি পড়ে না,,,,,,,,
আমাকে তোমার কি মনে পড়ে না??
দুঃখ আমায় শুধু হাতছানি দেয়,
আর্তনাদে কাঁপে বুক;
তুমি ছাড়া করি না পাওয়ার আশা,
জীবনে একফোটা সুখ;
মনে পড়ে বারে বার শুধু স্মৃতি তোমার,
চোখ জুড়ে আসে কান্না;
মনে কি পড়ে না,,,,,,,
আমাকে তোমার কি মনে পড়ে না??
স্বপ্ন দেখার সেই দিনগুলি কই,
দুজনে ছিলাম দুজনার;
যে হৃদয় ছিলো হাসি গানে মুখর,
সে হৃদয়ে আজ হাহাকার;
মনে পড়ে বারে বার শুধু স্মৃতি তোমার,
চোখ জুড়ে আসে কান্না;
মনে কি পড়ে না,,,,,
আমাকে তোমার কি মনে পড়ে না??
No comments yet