LYRIC
Comments
Translated Version
মন্দির মস্জিদ গীর্জায় আমার প্রার্থনাআমি বলি জগতের মঙ্গল হোক
শুধু মঙ্গল হোক।
যে আছে যেখানে গৃহে আবাসে
চোখের বাহিরে পথে প্রবাসে
শান্তিতে সবাই থাকুক
কেউ যেন পায় নাকো শোক।
কি হবে জীবনে বৃথা কলহে
সময়তো যাবে কাল প্রবাহে
পর করে দেখোনা সবারে
ভুলে রাখ আপনার দুখ।
No comments yet