LYRIC
Comments
Translated Version
মেনেছি গো হার মেনেছিতব পরাজয় মোর পরাজয়
বারে বারে তাই জেনেছি।।
ফাল্গুনে ধরা দিল যে মলয় কুসুমে গন্ধে বাজে,
বাজে তারই জয়
দূরে গিয়ে যত কাঁদানু তোমায় বেদনা কুড়ায়ে এনেছি।।
অভিমান আজ ভুলেছি
ক্ষমা করো যদি থেকোনা দাঁড়ায়ে রুদ্ধ দুয়ার খুলেছি।
এনেছ ভরিয়া তব তনুমন কোন অমরার আনন্দ ধন
তোমার নহেগো হেলায় আঘাত আপনারই বুকে হেনেছি।।
No comments yet