web analytics

LYRIC

Comments

comments

Translated Version

রাধে..রাধে..
রাধে মনটা রেখে এলি
বল কোন মথুরায় ?(২)
একবার মন দিলে হায় রে-
তারে একবার মন দিলে হায় রে-
আর কি ফেরানো যায়!
রাধে মনটা রেখে এলি
বল কোন মথুরায়?(২)

যে ডোরের ওই বাঁধা এ মন,
সে যে বড়ই মজার বাঁধন(২)
বাহিরে আলগা হলে,
ভিতরে জড়ায়-
তারে একবার মন দিলে হায় রে(২)
আর কি ফেরানো যায় !
রাধে মনটা রেখে এলি
বল কোন মথুরায়?(২)

রাধে প্রেম কি কাঁচের চুড়ি ?
রাধে প্রেমতো ঠুনকো নয়,
যদি আঘাত লাগে-
ভাঙবার নেইকো ভয়(২)
নাইবা রইল কাছে কাছে,
তোরই বধু তোরই আছে(২)
কালা যে লুকিয়ে আছে,
নয়ন তারায়
তারে একবার মন দিলে হায় রে –
তারে একবার মন দিলে হায় রে –
আর কি ফেরানো যায়!
রাধে মনটা রেখে এলি
বল কোন মথুরায়?(২)
রাধে..রাধে..

Added by

mafiaguru

SHARE

WRITE A COMMENT

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO