LYRIC
Comments
Translated Version
সব লাল পাথরতোচুন্নী হতে পারেনা
সব প্রেম মিলনে
মালা পেতে পারেনা
পাশাপাশি দুটি ফুল
ফোঁটে যে বাগিচায়
একজন ঠাঁই পায়
দেবতার দুটি পায়
সমাধীর বেদীটায়
ঝরে যায় একজন
সব ফুল দেবালয়
পারেনাতো যেতে হায়।
কেউবা হাসে
সারাটি জীবন
অশ্রু ঝরায়
কারো বা নয়ন
কেউবা দু’হাতে
কেবলি নিতে চায়
কেউ কিছু নিতে নয়
শুধু যে দিতে চায়
সুখীতো সকলেই
হতে চায় দুনিয়ায়
সুখী কেউ হয় কেউ
দু:খেই শুধু রয়ে যায়।
কারো বা আশা
হয়গো পূরণ
হয়না সফল
কারো বা স্বপন
ভিক্ষারী মাটিতে
ফেলে রতণ
পারেনা দিতে তা
কখনো মহাজন
প্রদীপের শিখা কারো
ঘর আলো করে যায়
কারো ঘর প্রদীপের
শিখাতেই পুড়ে যায়।
ভাগ্যলিপী
লেখে একজন
সবাই মানি
তারি লিখন
চাওয়ার আগে
কেউ সবি পায়
কেউবা আশা দীপ
পেয়েও হারায়
ভালোবাসা না পেলেও
ভালোবেসে যাওয়া যায়
এরি স্মৃতি রয়ে যায়
পৃথিবীর কবিতায়।।
No comments yet