LYRIC
Comments
Translated Version
(এই) রঙ্গে রসে ভরপুর হামার বাড়ি রংপুরহামার ওত্তি জান
(আরে) রঙ্গে রসে ভরপুর ভাওয়াইয়া দেশ রংপুর
রঙ্গপুরে যান
হামার আইগন্যাত বসি তোমরা
শুনি আইসেন ভাওয়াইয়া গান।।
বেগম রোকেয়ার বাড়ি রঙ্গপুরের বুকে
মনটা তোমার হারে যাইবে তিস্তা নদীর বাঁকে
আরে তাজহাট ঘুরি দেইখমেন
যদি সমায় সুযোগ থাকে
মনটা তোমার হারে যাইবে ধল্লা নদীর বাঁকে
(আরে) গান শুনমেন আর মনের সুখে খাইমেন খিলি পান।
(শোনেন) সাগাই ভালোবাসি হামরা, হামার বাড়ি যান।।
বিন্নি ধানের ভাত আন্দিমো খির পাকামো রসি
সিদোল পোড়া ভত্তা খাইমেন শীতল পাটিত বসি
নাপা শাকের প্যালকা আর মাশকলাইয়ের ডাল
আলু ভত্তাত পুড়ি দিমু শুটা আকালির ঝাল
(এই যে) হাড়িভাঙ্গা আমি খোয়ামু যদি খাবার চান।
সাগাই ভালোবাসি হামরা, হামার বাড়ি যান।।
No comments yet