LYRIC
Comments
Translated Version
এই বসন্ত জানালে বিদায়, ওগো জীবনের অলস বেলায়কোনো নিরালা ক্ষণে বলো আর মনে হবে কি গো আমায় ||
আর কোনোদিন, ভুলে থাকা স্মরণের বীণ
জানি নাকো বাজাবে কিনা তুমি মোর সুরের মায়ায় ||
জানি এ তো দুরাশা আমার—-
কত গান শুনে ভালো লেগেছে তোমার,
তার মাঝে এ গানের দাম বলো কতটুকু আর?
জাগে তবু সাধ, ক্ষমা করো মোর এই অপরাধ ;
আজ বুকে কি ব্যথা কাঁদে পারি না তো বোঝাতে তোমায় ||
No comments yet