LYRIC
Comments
Translated Version
নতুন গানের রঙিন খামে পাঠিয়ে দিলাম তোমার নামেআজকে নিমন্ত্রণ ও আমার বন্ধু চিরন্তন।
ভালবাসার সাজি আমার, স্মৃতির ফুলে ভরুক আবার
তোমার প্রেমের পরশ যে চায় আমার পরম শুভক্ষণ।।
হাতে করে নাইবা কিছুই আনলে তুমি আর
দু’চোখ ভরা খুশি তোমার সেইতো উপহার
প্রীতির ডোরে বাঁধবে যখন, আনন্দে আজ ভরবে ভুবন
তাই “স্বাগত” লিখলো কথা সুরের আলিঙ্গন।।
No comments yet