LYRIC
Comments
Translated Version
সবাই হারিয়ে যায়, আকাশের তারার মেলায়তবু খুঁজে ফিরি তোমায়
আজও তারাজ্বলা আকাশে জেগে থাকে,
মমতায় দু'চোখ জ্বেলে দেখছে আমায়।
হয়তো, ওই জ্বলে থাকা তারা আমার মা
আর ওই স্নেহভরা আলো মায়ের ঠিকানা।।
এলোমেলো চুল যত্ন নিয়ে সরিয়ে
চুমু দিয়ে খুব চেপে বুকে জড়িয়ে
আংগুলে আংগুল ধরে রেখে জানাতে বিদায়।
আকাশে জ্বলে থেকে,
চেয়ে দেখো খুব বড় হয়ে গেছি আমি
উঁচু উঁচু ফ্ল্যাট, আকাশে তাকিয়ে থামি
তবু কতদিন স্পর্শে পাইনা তোমায়।
জ্বলে জ্বলে তাই, আলো জ্বেলে যাও
তুমি ভালো থেকো
ভুলে ভরা এই উঁচু দালানে
তোমার স্নেহ রেখো
সাদাকালো এই নিয়ন আলো
জ্বলছে কখন থেকে
থেমে যাবে সব, বোকা কলরব
তারাজ্বলা এ রাতে
হয়তো, ওই জ্বলে থাকা তারা আমার মা
আর ওই স্নেহভরা আলো মায়ের ঠিকানা।।
Comments are off this post