web analytics

LYRIC

Shesh holo raat amar dirghosshasher
Chilo na chokhe ghum shudhu oshru niye
Purono guitar ta shathe kore
Jacchi chole ei shohor chere

Chilo bhalobasha amar e shohore
Chole geche she amay fele
Chilo koto shopno chilo koto asha
Neel oi arash ar notun kobita

Jacchi chole ei shohor chere
Jetha thakbe na kono chena mukh jetha hobe dukher shesh
Jacchi ami chole notun shurer khoje
Uthbo ami aaj oi neel pahare

Chokh chole jai amar smritir patay
Chilo koto shur oi neel jochonay
Shopno chilo koto mor du�chokhe
Hariye gelo ta oshru hoye

Likhechilum gaan tomay niye
Oi neel pahare jabo dujone
Shesh hobe shob dukkho shetha tomar amar
Kintu jacchi ami aaj shudhu e eka

 

Comments

comments

Translated Version


শেষ হলো রাত আমার র্দীঘশ্বাসের
ছিলো না চোখে ঘুম শুধু অশ্রু নিয়ে
পুরনো গিটারটা সাথে করে
যাচ্ছি চলে এই শহর ছেড়ে
ছিল ভালোবাসা আমার এই শহরে
চলে গেছে সে আমায় ফেলে
ছিল কত স্বপ্ন ছিল কত আশা
নীল ঐ আকাশ আর নতুন কবিতা
যাচ্ছি আমি চলে এই শহরটা ছেড়ে
যেথা থাকবে না কোন চেনা মুখ যেথা হবে দুঃখের শেষ
যাচ্ছি আমি চলে নতুন সুরের খুজে
উঠব আমি আজ ঐ নীল পাহাড়ে
চোখ চলে যায় আমার স্মৃতির পাতায়
ছিল কত সুর ঐ নীল জোসনায়
স্বপ্ন ছিল কত মোর দু'চোখে
হারিয়ে গেল তা অশ্রু হয়ে
লিখেছিলাম গান তোমায় নিয়ে
ঐ নীল পাহাড়ে যাব দু'জনে
শেষ হবে সব দুঃখ সেথা তোমার আমার
কিন্তু যাচ্ছি আমি আজ শুধুই একা
যাচ্ছি আমি চলে এই শহরটা ছেড়ে
যেথা থাকবে না কোন চেনা মুখ যেথা হবে দুঃখের শেষ
যাচ্ছি আমি চলে নতুন সুরের খুজে
উঠব আমি আজ ঐ নীল পাহাড়ে
যাচ্ছি আমি চলে এই শহরটা ছেড়ে
যেথা থাকবে না কোন চেনা মুখ যেথা হবে দুঃখের শেষ
যাচ্ছি আমি চলে নতুন সুরের খুজে
উঠব আমি আজ
উঠব আমি আজ
উঠব আমি আজ
ঐ নীল পাহাড়ে

Added by

mafiaguru

SHARE

WRITE A COMMENT

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT