LYRIC
Comments
Translated Version
আমারে আসিবার কথা কইয়ামান করে রাই, রইয়াছো ঘুমাইয়া ।
রাধেগো …
আমার কথা নাই তোর মনে
প্রেম করছো আয়ানের সনে
শুয়া আছো নিজ পতি লয়া
আমি আর কত কাল থাকবো রাধেগো দুয়ারে দাঁড়াইয়া।।
রাধেগো …
দেখার যদি ইচ্ছা থাকে
আইসো রাই যমুনার ঘাটে
কাইল সকালে কলসি কাঙ্খে লয়া ।
আমি জলের ছায়ায় রূপ হেরিবো গো কদম ডালে বইয়া।।
মান করে রাই ,রইয়াছো ঘুমাইয়া ।
রাধেগো …
নারী জাতির কঠিন রীতি
বোঝেনা পুরুষের মতি ,
সদাই থাকে নিজেরে লয়া ।
তুমি করছো নারী রুপের বড়াই গো রাধারমণে যায় কইয়া।।
No comments yet