LYRIC
Comments
Translated Version
কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়েতুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার
সে স্মৃতি দু’চোখ বেয়ে অশ্রু হয়ে অঝোর ঝরে।।
যে কথা বলব তোমায় ছিল আশা
সে কথা বলতে কেন পাই নি ভাষা
সে যেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে।।
কত যে তোমায় বেসেছিলাম ভালো
সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো ?
এ হৃদয় যখন আমার মুখর হল
সে কেন কাছে এসে হারিয়ে গেল
সে স্মৃতি ধূপের মতো অবিরত আকুল করে।।

S K Raha
December 25, 2024 at 3:10 am
One of the most talented but forgotten singer of the golden era.
Anonymous
September 4, 2025 at 6:52 am
অসাধারণ কথা ও সুর
Anonymous
December 27, 2025 at 12:56 pm
কি সুন্দর! প্রেম বিরহের গান।
যেন আকুল ব্যাকুল করে প্রাণ।।