web analytics

LYRIC

G————Em –C———— — D—
partam jodi ami buk chire dekhate
G————Em –C———— — D—
onek na bola kotha vir kore pore achhe

G————– Em—-C——– ——–D—
tahole bujhte oshohay dinkal
G——Em—–C ———–D—
bobar ottohashi prem jeno ajkal.

(chorus)
C———— Am —G —– -Em
godhulir shesh vage, akasher carpet-e
A————— D
khoeri ronger betha
C————– Am — G — Em
modhhorater chhade onek
dirghoshhashe
Am—- D — G
amar na bola kotha.||

kichhu kotha roe jay na bolai
valo
brishtir mokhmole ovinobo
alo
aj tai bujhe jai jiboner proyojon
amar jonno noy lal-nil
ayojon.||

kichhu kotha pore achhe
mithhar bichhanay
shopno korun shur shudurei roe jay
kheali tomar chawoa hojoborolo
kheali amar pawoa bonobashi holo.||

 

Comments

comments

Translated Version


পারতাম যদি আমি বূক চিরে দেখাতে
অনেক না বলা কথা ভীড় করে পড়ে আছে
তাহলেই বুঝতেই অসহায় দিনকাল
বোবার অট্ট্রহাসি প্রেম যেন আজকাল
গোধুলীর শেষ ভাগে আকাশের কার্পেটে
খয়েরী রঙের ব্যাথা
মধ্য রাতের চাঁদে অনেক দীর্ঘশ্বাসে
আমার না বলা কথা


কিছু কথা রয়ে যায় ...না বলাই ভালো
বৃষ্টির মখমলে অভিনব আলো
আজ তাই বুঝে যাই জীবনের প্রয়োজন
আমার জন্য নয় লাল নীল আয়োজন
গোধুলীর শেষ ভাগে আকাশের কার্পেটে
খয়েরী রঙের ব্যাথা
মধ্য রাতের চাঁদে অনেক দীর্ঘশ্বাসে
আমার না বলা কথা

কিছু কথা পড়ে আছে মিথ্যার বিছানায়
স্বপ্ন করুণ সুর সুদূরেই রয়ে যায়
খেয়ালী তোমার চাওয়া... হযবরল
হেয়ালি আমার পাওয়া বনবাসী হল
গোধুলীর শেষ ভাগে আকাশের কার্পেটে
খয়েরী রঙের ব্যাথা
মধ্য রাতের চাঁদে অনেক দীর্ঘশ্বাসে
আমার না বলা কথা
........আমার না বলা কথা
আমার না বলা কথা
........আমার না বলা কথা
আমার না বলা কথা
........আমার না বলা কথা
আমার না বলা কথা
........আমার না বলা কথা
আমার না বলা কথা

Added by

mafiaguru

SHARE

WRITE A COMMENT

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT