web analytics

LYRIC

dekhchho jokhon akash ta ke
bhalo korei dekho
ghash’er majhe’r shishir konaay
shopno bhijiye rakho
tumi amar chhobi ako
tumi amar chhobi ako
tumi amar chhobi ako

bhabchho jokhon nijer kothhai
bhalo korei bhabo
agami’r shubatash’e
amar sporsho makho
tumi amar ador rakho
amaay buk’e niye thakho
tumi amar sporsho makho

bhabna ghurdi urdiye diye
latai niye khelo
onek gulo kothha’r por’e
amar kothhai bolo
tumi amar shathhey cholo
tumi amar kothhai bolo
tumi amar shathhey cholo

lal la la la lala la la

joto bar’i bhabbey tumi
paliye shorey jabey
onek gulo poth er pore’o
amar dekhai pabey
tumi amar shathhei robey
tumi amar kothhai kobey
tumi amar shathhei robey

Comments

comments

Translated Version


দেখছো যখন আকাশটাকে
ভালো করেই দেখো
ঘাসের মাঝে শিশির কণায় স্বপ্ন ভিজিয়ে রাখো
তুমি আমার ছবি আঁকো
তুমি আমার ছবি আঁকো
তুমি আমার ছবি আঁকো
ভাবছো যখন নিজের কথাই
ভালো করেই ভাবো
আগামীর সুবাতাসে আমার র্স্পশ মাখো
তুমি আমার আদর রাখো
আমায় বুকে নিয়ে থাকো
তুমি আমার র্স্পশ মাখো
ভাবনা ঘুড়ি উড়িয়ে দিয়ে
লাটাই নিয়ে খেলো
অনেক গুলো কথার পরেও আমার কথাই বলো
তুমি আমার সাথেই চলো
তুমি আমার আমার কথাই বলো
তুমি আমার সাথে চলো
লা লা লালা
লা লা লালা
যত বারই ভাববে তুমি
পালিয়ে সরে যাবে
অনেক গুলো পথের পরেও আমার দেখাই পাবে
তুমি আমার সাথেই রবে
তুমি আমার কথাই কবে
তুমি আমার সাথেই রবে

দেখছো যখন আকাশটাকে
ভালো করেই দেখো
ঘাসের মাঝে শিশির কণায় স্বপ্ন ভিজিয়ে রাখো
তুমি আমার ছবি আঁকো
তুমি আমার ছবি আঁকো
তুমি আমার ছবি আঁকো
ভাবছো যখন নিজের কথাই
ভালো করেই ভাবো
আগামীর সুবাতাসে আমার র্স্পশ মাখো
তুমি আমার আদর রাখো
আমায় বুকে নিয়ে থাকো
তুমি আমার আদর রাখো
আমায় বুকে নিয়ে থাকো
তুমি আমার আদর রাখো
আমায় বুকে নিয়ে থাকো
তুমি আমার আদর রাখো
আমায় বুকে নিয়ে থাকো

Added by

mafiaguru

SHARE

WRITE A COMMENT

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT