LYRIC
Comments
Translated Version
সবাই একসাথে বল বাংলা Hip-Hopবাংলা Hip-Hop বাংলা Hip-Hop
রেডিও-টিভিতে বাজবে Hip-Hop
বাংলা Hip-Hop বাজবে Hip-Hop
বাংলা রক মেটাল সাথে শুন Hip-Hop
বাংলা Hip-Hop বাংলা Hip-Hop
সবা র ঘরে ঘরে জোরে জোরে চলে Hip Hop
বাংলা Hip-Hop বাংলা Hip-Hop
এক দুই তিন সব এক সাথে বল
বাংলা মেন্তালয রাপ শুনি সব চল চল চল
চমৎকার !! আমি রাপ করি বাংলায়
মাইক এর সামনে 33 এর গলাটা শনা যায়
জ্ঞানী গুণী রাপ শুনে বলে , এটা কি আয়হায় ?
শেষ জাতি ,শেষ যুবা,শেস সব দোহাই দেখায়
তার মোবাইল এ ফোন এলেই ভিনদেশী গান শুনা যায়
সবাই দেখি আগে পিছে এক কথা বলে
দেশি হিপ হপ ভাত পায়না এ দেশ এ বিদেশী চলে
মন দিয়া শুন এ পাগল রা কি বলে
কি বোঝাতে চায় ছলে বলে কৌশলে
সব জায়গায় সব ক্ষেএ আসবে জোয়ার
শুধ বাংলা চলবে বাংলা বিদেশী কি দরকার ?
কথা সত্য জোর যার মুল্লুক তার থিক্কাসে
কিন্ত,
দ্যাখো হালাল হিপ হপ টা এদেশ এ কারা সবাই কে শুনাইসে
বাংলা মেন্তালয ঠিক বলস কথাটা ভাল্লাগসে
সবাই একসাথে বল বাংলা Hip-Hop
বাংলা Hip-Hop বাংলা Hip-Hop
রেডিও-টিভিতে বাজবে Hip-Hop
বাংলা Hip-Hop বাজবে Hip-Hop
বাংলা রক মেটাল সাথে শুন Hip-Hop
বাংলা Hip-Hop বাংলা Hip-Hop
সবা র ঘরে ঘরে জোরে জোরে চলে Hip Hop
বাংলা Hip-Hop বাংলা Hip-Hop
চুপচাপ র্যাপ ছেড়ে সাইডে চেপে যাই
এ গানে খুজে পাবে আমি Mr. Bangla ভাই
মজায় মজায় কিছু সত্য বলতে চাই
ধিক্কার তাদের,বলে বাংলা র্যাপের ভাত নাই
বাঙ্গালী কিন্তু পুরনো স্মৃতি ভুলে নাই
আযম খানের মত আমরা দিন বদলাতে চাই
স্বাধীন বাংলার র্যাপার আমি, স্বাধীন বাংলার মানুষ তুমি
সোনার মত দেশটা আমার কাছে সোনার চেয়েও দামী
র্যাপ ওয়েস্টার্ন কালচার আমি এইটা মানি
হালাল র্যাপ করি , যা পুরাই খানদানি
নষ্টদের নষ্টামিতে দেশটা নষ্ট হচ্ছে
সেবা কেন তার বাসাতে বিদেশি জিনিস দেখছে
মা-বাবার দু�মুখোতে শিশুরা কী শিখছে
বাংলার পাগল র্যাপার এটা আবোল-তাবোল বলছে
যা দেখছে সে তা নিজের ভাষায় বলছে
সবাই যা-তা করছে যা খুশি করছে
সবাই একসাথে বল বাংলা Hip-Hop
বাংলা Hip-Hop বাংলা Hip-Hop
রেডিও-টিভিতে বাজবে Hip-Hop
বাংলা Hip-Hop বাজবে Hip-Hop
বাংলা রক মেটাল সাথে শুন Hip-Hop
বাংলা Hip-Hop বাংলা Hip-Hop
সবা র ঘরে ঘরে জোরে জোরে চলে Hip Hop
বাংলা Hip-Hop বাংলা Hip-Hop
No comments yet