LYRIC
beche thaka nie jader juddho
ora joddha
buddhihin manusera tobe hobe keno boddha
bolo kemon kotha niomer khata
bodlabe keno bolo ta
bhalobasar shishire pora shorire
jara sonar fosol folay
tomader onno jogay
ora pay na keno pay na
pay na keno je onno
bolo ki jonno
kemon kotha niomer khata
bodlabe keno ta
Comments
Translated Version
বেঁচে থাকা নিয়ে যাদের যুদ্ধওরা যোদ্ধা
বুদ্ধিহীন মানুষেরা তবে হবে কেন বোদ্ধা
বল কেমন কথা নিয়মের খাতা
বদলাবে কেন বল তা।।
ভালবাসার শিশিরে রোদের পোড়া শরীরে
যারা সোনার ফসল ফলায়
তোমাদের অন্ন জোগায়
ওরা পায় না কেন পায় না
পায় না কেন যে অন্ন
বল কি জন্য
কেমন কথা নিয়মের খাতা
বদলাবে কেন বল তা।।
গ্রন্থিল পেশীতে কারখানা কলেতে
যারা জীবন চাকা ঘুড়ায়
তোমাদের অর্থ জোগায়
ওরা পায় না কেন পায় না
পায় না কেন যে অর্থ তারা ব্যর্থ
কেমন কথা নিয়মের খাতা
বদলাবে কেন বল তা।।
No comments yet