LYRIC
Comments
Translated Version
বিশ্বাস ভেঙ্গে দেবে এমন করে ছিলোনা তো আমার জানাতোমার মনের মাঝে অন্য মানুষ যায়না এ কথা মানা...
পথ হারা পতিক এর মত এ জীবন,
আজ নীর হারা পাখিদের মত এ মন...
বিশ্বাস জুরে আজ দীর্ঘশ্বাস জানিনা কি দোষে ...ও
মিথ্যে মায়ায় কেটেছে প্রহর ছোলনার মুখোশে
পথ হারা পতিক এর মত এ জীবন,
আজ নীর হারা পাখিদের মত এ মন...
সৃতি করে আমায় আলিঙ্গন, অনুভবে নীরবতা
বিষাদে কেদে মরে স্বপ্নগুলো, ভিজেছে চখের পাতা
পথ হারা পতিক এর মত এ জীবন,
আজ নীর হারা পাখিদের মত এ মন...
বিশ্বাস ভেঙ্গে দেবে এমন করে ছিলোনা তো আমার জানা
তোমা পথ হারা পতিক এর মত এ জীবন,
পথ হারা পতিক এর মত এ জীবন,
আজ নীর হারা পাখিদের মত এ মন..
No comments yet