LYRIC
Dure tumi dariye
shagorer jole pa bhijiye
kachey jete pari na
bolte aaj pari na
tumi amar ekhono
Shamne tumi dariye
karo haat joriye
haat ta dhorte pari na
kachey tante pari na
tomar haate aaj onno kew
shagor er pare haat dhore dekcho
shurjo doba…ami nei
ekhono brishti pore tomar majhe
shei brishtir fota ami noi
janalar pashe dariye takiye akashe
shekhane brishti pore brishti te bheja
amar pashe tumi neeeeeeiy
shei tumi aaj amar kachey
amar sriti phiriye dite
ami aaj kadbona
hoito du ek fota
tobu bolbona bhalobashi
kono ek chotto mittha
muchey diyeche shob amar
amar deya ghori
shomoi gulo moheni
tumi roktato ami oporadhi
amar chokher dike takiye dekho kadchi ami oshohay
tomay hariyr jibon ta amar koshter gaane dube hai
jani phiriye nebar to kono karon nei tomar ei jibone
tobuo ekhono tumi shotto ekhono amar jibone….
Comments
Translated Version
দুরে তুমি দাড়িয়েসাগরের জলে পা ভিজিয়ে
কাছে যেতে পারিনা বলতে আজ
পারিনা
তুমি আমার এখনো
সামনে তুমি দাডিয়ে
কারো হাত জড়িয়ে
হাতটা ধরতে পারিনা
কাছে টানতে পারিনা
তোমার হাতে আজ অন্য কেউ
সাগরের পারে হাত
ধরে দেখছো সূর্য
ডোবা আমি নেই
এখোনো বৃষ্টি পড়ে তোমার
মাঝে সেই বৃষ্টির
ফোটা আমি নই।
জানালার
পাশে দাড়িয়ে তাকিয়ে আকাশে সেখ
এখোনো বৃষ্টি পড়ে বৃষ্টি থেমে য
পাশে তুমি নেই
সেই তুমি আজ আমার
কাছে আমার স্মৃতি ফিরিয়ে দিতে
আমি আজ
কাঁদবো না হয়তো দু'এক ফোটা
তবুও বলবো না ভালো বাসি
কোন এক ছোট
মিথ্যা মুছে দিয়েছে স-সব আমার
আমার দেওয়া ঘড়ি, সময়
গুলো পৌছেনি..
তুমি রক্তাক্ত, আমি অপরাধি
আমার চোখের দিকে তাকিয়ে দেখ
কাদঁছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা আমার
কষ্টের
গানে ডুবে হায়!!
জানি ফিরিয়ে নেবার তো কারন
নেই তো আমার
এই জীবনে... এ.....
তবুও এখনও তুমি সত্য এখনও
আমার জীবনে এ.....
আমার চোখের দিকে তাকিয়ে দেখ
কাদঁছি আমি অসহায়!!
তোমায় হারিয়ে জীবনটা আমার
কষ্টের
গানে ডুবে হায়!!
জানি ফিরিয়ে নেবার তো কারন
নেই তো আমার
এই জীবনে... এ.....
তবুও এখনও তুমি সত্য এখনও
আমার জীবনে এ.....
No comments yet