LYRIC
Ekla jibon onek bhalo re bondhu
Ekhon ami sukhei achi besh
Tore valobashte giye re bondhu
Bodle geche moner poribesh
Valo thakis bondhu re tui
Sukhe thaki rooj
Kosto kore nis na re
aar ei ovagar khoj
Ekhon ami sukhei achi besh
Tore valobashte giye re bondhu
Bodle geche moner poribesh
Valo thakis bondhu re tui
Sukhe thaki rooj
Kosto kore nis na re
aar ei ovagar khoj
Comments
Translated Version
একলা জীবন অনেক ভালো রে, বন্ধুএখন আমি সুখেই আছি বেশ,
তোরে ভালবাসতে গিয়ে রে, বন্ধু
বদলে গেছে মনের পরিবেশ।
ভালো থাকিস বন্ধুরে তুই
সুখে থাকিস রোজ,
কষ্ট করে নিস নারে আর এই অভাগার খোঁজ।
একলা জীবন অনেক ভালো রে, বন্ধু
এখন আমি সুখেই আছি বেশ,
তোরে ভালবাসতে গিয়ে রে, বন্ধু
বদলে গেছে মনের পরিবেশ।
আদর করে ডাকতাম তোরে
বলে সোনা পাখি,
হৃদপিঞ্জরে বসত ছিল প্রেমেই মাখামাখি।
সকাল দুপুর যখন তখন
করতি ডাকাডাকি,
আমিও তখন মত্ত প্রেমে সবই ছিল ফাঁকি।
ভালো থাকিস বন্ধুরে তুই
সুখে থাকিস রোজ,
কষ্ট করে নিস নারে আর এই অভাগার খোঁজ।
একলা জীবন অনেক ভালো রে, বন্ধু
এখন আমি সুখেই আছি বেশ,
তোরে ভালবাসতে গিয়ে রে, বন্ধু
বদলে গেছে মনের পরিবেশ।
মনের ঘরে থাকতি যখন
আদরের নাই শেষ,
সেই ঘরে আজ একলা আমি এইতো আছি বেশ।
ভালো আছি বন্ধু আমি
ভাবনা করিস না,
আমায় ভেবে সুখ গুলো তোর নষ্ট করিস না।
ভালো থাকিস বন্ধুরে তুই
সুখে থাকিস রোজ,
কষ্ট করে নিস নারে আর এই অভাগার খোঁজ।
একলা জীবন অনেক ভালো রে, বন্ধু
এখন আমি সুখেই আছি বেশ,
তোরে ভালবাসতে গিয়ে রে, বন্ধু
বদলে গেছে মনের পরিবেশ।
No comments yet