LYRIC
Amake ekta gan dao je gaane thakbe tumi eka
Prokitir majhe boshe boshe tomer sob bhabona
Ami ashbo gaaner ditiyo perate
Nodir dhar diye
Pagla hawa achore porbe tomer chule
Muchki hase alote bhabe
Ekta gaan dao sudu tomer amer
Ja cholbe sara jibon
Ekta gaan dao jeta piano guiter
Bajhbe sudu shei gaaner tale
Amake ekta gaan dao je gaane thakbe sudu tumi
Sur ta hobe nodir moto akabaka r neel
Ami ashbo gaaner ditiyo perate
Nodir dhar diye
Jochonar alo porbe tomer choke
Jeta jabo ami hariye
Comments
Translated Version
আমাকে একটা গান দাওযে গানে থাকবে তুমি একা
প্রকৃতির মাঝে বসে বসে তোমার সব ভাবনা
আমি আসব গানের দ্বিতীয় প্যারাতে
নদীর ধার দিয়ে
পাগলা হাওয়া আছড়ে পড়বে তোমার চুলে
মুচকি হেসে আলতো ভাবে
একটা গান দাও শুধু তোমার আমার
যা চলবে সারা জীবন
একটা গান দাও
যেথা পিয়ানো গিটার বাজবে
শুধু সেই গানের তালে
আমাকে একটা গান দাও
যে গানে থাকবে তুমি
সুরটা হবে নদীর মত
আঁকাবাকা আর নীল
আমি আসব গানের দ্বিতীয় প্যারাতে
নদীর ধার দিয়ে
জোসনার আলো পড়বে তোমার চোখে
যেথা যাব আমি হারিয়ে
একটা গান দাও শুধু তোমার আমার
যা চলবে সারা জীবন
একটা গান দাও
যেথা পিয়ানো গিটার বাজবে
শুধু সেই গানের তালে
একটা গান দাও শুধু তোমার আমার
যা চলবে সারা জীবন
একটা গান দাও
যেথা পিয়ানো গিটার বাজবে
শুধু সেই গানের তালে
একটা গান দাও শুধু তোমার আমার
যা চলবে সারাটি জীবন
একটা গান দাও
যেথা পিয়ানো গিটার বাজবে
শুধু সেই গানের তালে
একটা গান দাও শুধু তোমার আমার
যা চলবে সারাটি জীবন
একটা গান দাও
যেথা পিয়ানো গিটার বাজবে
শুধু সেই গানের তালে
No comments yet